চলে গেলেন ভারতের প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ। ৮৩ বছর বয়সে গত শনিবার পুনেতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা শিল্পপতি জমনালাল বাজাজের পৌত্র রাহুল বাজাজ।
১৯৩৮ সালের ১০ জুন ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার নেতৃত্বে শিখরে ওঠে বাজাজ অটো গ্রুপ। ১৯৬৮ সালে বাজাজ অটোর অ্যাফেকটিভ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
জন্মসূত্রেই শিল্পজগতের সঙ্গে পরিচয় তাঁর। শৈশবে তাই নিজের পেশা ঠিক করে ফেলেছিলেন তিনি। তবে ব্যবসায়িক মুনাফার জন্য আদর্শের সঙ্গে কখনও আপস করেননি শিল্পপতি রাহুল বাজাজ।
তাই ব্যবসায়িক স্বার্থকে সরিয়ে রেখে, দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে পেরেছিলেন ক্ষমতাসীন সরকারকে। তাঁর সেই সাহসকে কুর্ণিশ জানিয়েছিল নেটদুনিয়া।
রাহুল বাজাজ পড়ালেখা করেন দিল্লি ও মুম্বাইয়ে। পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে বাজাজ অটোর দায়িত্ব নেন।
তার নেতৃত্বে বাজাজ অটো মধ্যবিত্ত ভারতীয় পরিবহনে আনে নতুন দিগন্ত। তার কল্যাণে বদলে গিয়েছিল দেশটির মধ্যবিত্তের পরিবহন। এর প্রভাব পড়ে দেশটির আর্থসামাজিক দিকেও।
গত বছর এপ্রিলে তিনি বাজাজ অটোর চেয়ারম্যান থেকে ইস্তফা দেন। বার্ধক্যের ভার কখনই তার কাজ বা ইচ্ছার সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। তাই তিনি বাজাজ অটো মেজর চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে নতুন করে পথচলা শুরু করেন।
বাজাজ গ্রুপ এক বিবৃতিতে জানায়, রাহুল বাজার তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা গেছেন। বাজাজ অটো জানায়, ১৯৭২ সাল থেকে টানা পাঁচ দশক তিনি বাজাজ গ্রুপের নেতৃত্বে ছিলেন। বয়স ও পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে তিনি দায়িত্ব ছেড়েছিলেন।
ভারতীয় করপোরেট বিজ্ঞাপন শিল্পের সবচেয়ে বিখ্যাত ট্যাগলাইনগুলোর মধ্যে একটি হলো ‘হামারা বাজাজ’। তার নেতৃত্বে আইকনিক হয়ে উঠেছিল এই প্রতিষ্ঠানটি। খ্যাতি কুড়িয়েছে দুই চাকার বাহনের জন্য।
এক বিবৃতিতে বাজাজ জানায়, রাহুল বাজাজ পাঁচ দশক ধরে কোম্পানি ও গোষ্ঠীর সাফল্যে বিশাল অবদান রেখেছেন। তার অসাধারণ অভিজ্ঞতা বিবেচনা করে ও কোম্পানির স্বার্থে তাকে উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল। বাজাজ কোম্পানি সবসময় তার কাছ থেকে উপকৃত হয়েছিল।
রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। রাহুল বাজাজ এক সময় ভারতের রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি।
২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের পুণেয় মৃত্যু হল রাহুল বাজাজের। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। ছিল হৃদযন্ত্রের সমস্যাও।
২০০১ সালে রাহুল বাজাজকে ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করে ভারত সরকার। ♦