বাংলালিংক ঢাকা রক ফেস্ট হবে ২৩ ডিসেম্বর

0

প্রতি বছরের শেষ দিকে কনসার্টের আবহ যেন বাংলাদেশের নিয়মিত চিত্র। কোভিড-১৯ মহামারির কারণে গত বছরে এর ব্যত্যয় ঘটলেও এ বছর আবার জমে উঠেছে কনসার্টের আমেজ।

এরই পরিপ্রেক্ষিতে দেশের সবচেয়ে বড় কনসার্ট ‘‘ঢাকা রক ফেস্ট ২.০’’ আয়োজনের ঘোষণা দিল মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান বাংলালিংক।

আগামী ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্ট হবে।

গতকাল বাংলালিংকের কার্যালয়ে আয়োজক, শিল্পী, সব পার্টনার ও বাংলালিংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এ আয়োজনের ঘোষণা দেয়া হয়।

বছরের সবচেয়ে বড় এ কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা ও ইন্দালোসহ দেশের জনপ্রিয় রক ব্যান্ডগুলো।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‌‘‘আমরা সবসময় তরুণদের উৎসাহ জানিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। এর অংশ হিসেবে বছর শেষে আনন্দ উপভোগ করতে ঢাকা রক ফেস্টের সাথে যুক্ত হয়েছি। রক সঙ্গীত নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারাগুলোর একটি এবং দেশে এর অসংখ্য ভক্তও রয়েছে। দ্বিতীয়বারের মতো ভক্তদের জন্য দেশের সবচেয়ে বড় রক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’’

Share.