অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ও ‘মাইলস’। কপিরাইট আইনের এ দুই মামলায় বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।
অনুমতি না নিয়ে ব্যান্ড দুটির জনপ্রিয় কিছু গান বাংলালিংকের ওয়েলকাম টিউন ও বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন ও হামিন আহমেদ আদালতে হাজির হয়ে মামলা দুটির জন্য আবেদন করেন।
গতকাল ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসসহ ওই পাঁচ কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।
বাকি চারজন হলেন বাংলালিংকের চিফ কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভাস (ভ্যালু অ্যাডেড সার্ভিস) অনিক ধর।
মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, দুটি আলাদা মামলা হলেও বাদীরা মূলত একই অভিযোগ দায়ের করেছেন।
বাদী পক্ষের আইনজীবী মিজানুর রহমান মামলাটি আদালতে জমা দেন। তিনি মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
পরে দুই মামলায় বাদীদের জবানবন্দি নিয়ে বাংলালিংককের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির আদেশ দেন আদালত।
অভিযোগের বিষয়ে বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশন্স আংকিত সুরেকা বলেন, ‘আইন মান্যকারী একটি কোম্পানি হিসেবে আমরা কপিরাইট আইনসহ দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানতে পারিনি। তাই বিস্তারিত না জেনে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।’ ♦