বাংলাদেশে অত্যাধুনিক এসটিএম এনেছে ইউসিবি

0

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তির এসটিএম (স্মার্ট টেলার মেশিন) উদ্বোধন করেছে।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

বাংলাদেশে এ প্রযুক্তির মেশিন প্রবর্তন করল ইউসিবি, যা আধুনিক ব্যাংকিং পরিষেবা দিতে সক্ষম। এসটিএম ব্যবহার করে সরাসরি ব্যাংকে না গিয়ে, কোন লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সে তাৎক্ষনিক অ্যাক্যাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রিন্ট ও চেক বই রিকুইজিশনসহ অন্য ব্যাংকিং সেবা পাওয়া যায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক এটি। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে চলেছে ব্যাংকটি।

Share.