মেয়েরা ক্রিকেটে ফিরছেন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

0

হামারীর কারণে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে ফিরেছে। তবে এখনো মাঠে নামেনি মেয়েরা। জানা গেছে, শিগগির সে অপেক্ষারও অবসান হচ্ছে।

একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। ২৮ মার্চ ঢাকায় পৌঁছাবে দলটি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দলটির মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং নারী দল।

উঠতি ক্রিকেটার হলেও জাতীয় দলের তরুণ কয়েক খেলোয়াড়কে এ সিরিজে দেখা যেতে পারে।

বাংলাদেশ নারী দল সবশেষ মাঠে নামে ২০২০ সালের মার্চে। তখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল তারা। ইমার্জিং নারী দলের সবশেষ ম্যাচ হয় ২০১৯ সালের অক্টোবরে, এশিয়ান ইমার্জিং কাপে।

মেয়েদের ক্রিকেটে ফেরা এ সিরিজের সূচি এক বিবৃতিতে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচগুলো।

সফরকারী দলের সদস্যদের প্রথম দফার কোভিড-১৯ পরীক্ষা হবে ২৮ মার্চ। তিন দিনের কোয়ারেন্টিনের শেষ দিন হবে দ্বিতীয় দফার পরীক্ষা। এরপর অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা।

চতুর্থ ওয়ানডের পরদিন তৃতীয় দফায় হবে কোভিড-১৯ পরীক্ষা। সিরিজ শেষে ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পেয়েছে ২০১১ সালে। তবে মূল ফোকাসটা এসেছে ২০১৮ সালের পর থেকে। বিশেষ করে এশিয়া কাপ জয়ের পর।

Share.