বাংলাদেশের পেমেন্ট সিস্টেমে বিনিয়োগে আগ্রহী ভারত

0

বাংলাদেশের পেমেন্ট পদ্ধতি দিন দিন ডিজিটাল হচ্ছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম খুবই উন্নতমানের। মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট সহজ হয়েছে। নানা অ্যাপের মাধ্যমে পেমেন্ট করছে ভারতীয় জনগণ। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করছেন ভারতীয় উদ্যোক্তা ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতের মধ্যে সম্প্রসারিত সহযোগিতা শক্তিশালী করতে ‘শত বর্ষ শত আশার রাইজ আপ’ শীর্ষক ওয়েবিনার সিরিজের উদ্বোধনে এমন কথা বলেন তারা।

গত ২৬ জুলাই রাতে ছয় পর্বের ওয়েবিনার সিরিজটি যৌথভাবে উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

যৌথভাবে সিরিজটির আয়োজন করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, স্টার্টআপ বাংলাদেশ, স্টার্টআপ ইন্ডিয়া ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবীন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতের মধ্যে সম্প্রসারিত সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী হবে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের আইটি খাত ডিজিটাল পেমেন্টে খুবই ভাল করছে। কয়েকটি খ্যাতিমান আইটি কোম্পানি সফলতার পরিচয় দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করি। আগামী ছয় মাসের মধ্যে ‘রাইজ আপ’ প্ল্যাটফর্মটি বাংলাদেশ ও ভারত থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একত্রিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, ‘বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ ল্যান্ডস্কেপ: টেক স্টার্টআপস ট্রান্সফর্মিং দ্য ফিউচার’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারত ও বাংলাদেশের স্টার্টআপ খাতে কর্মরত বিশিষ্ট প্যানেলিস্টরা এ আলোচনায় অংশ নেন। তাদের মধ্যে ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী, মোহালির ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের (আইএসবি) স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা যামিনী ভূষণ পান্ডে, ভারতের আইএসপিআরটি ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও জাতীয় স্টার্টআপ উপদেষ্টা কাউন্সিলের সদস্য শরদ শর্মা, চালডাল ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়াসিম আলীম এবং অ্যাংকরলেস বাংলাদেশের প্রধান নির্বাহী রাহাত আহমেদ আলোচনায় অংশ নেন।

আলোচনা সঞ্চালনা করেন লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিজন ইসলাম।

Share.