পুরো বিশ্ব এখন ভয়াবহ সংকটে। প্রায় গোটা পৃথিবী মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির। এ মহামারিতে ভুগছে বাংলাদেশও। ফলে সবার মনে আতঙ্ক আর ভয়। অন্ধকার হতাশায় সবাই যেন ডুবে রয়েছে।
কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হবে আশা করেনি কেউ। বিশ্বের সব অঞ্চলের মানুষ সময়টাকে নিজেদের জন্য ‘অসময়’ বলে মনে করলেও হাল ছাড়েনি কেউ-ই। তারা বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন, নানাভাবে জাগিয়ে রাখছে বাঁচার আশা।
তেমনই একটি আশার গানে ১২ শিল্পী একসঙ্গে কণ্ঠে তুলেছেন।
‘বাঁচি আশায় ভালোবাসায়’ শিরোনামে সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির।
কণ্ঠ দিয়েছেন বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম খান, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, কোনাল, রাজা বশির, হুমায়রা বশির, ইউসুফ আহমেদ খান, সমরজিৎ রায়, সাব্বির জামা ও প্রিয়াংকা গোপ। গানটি তৈরি হলো খ্যাতিমান শিল্পী দম্পতি বশির আহমেদ ও মীনা বশিরের পুত্র-কন্যা হুমায়রা বশির ও রাজা বশিরের পরিকল্পনায়।
গানটির প্রধান উদ্যোক্তা হুমায়রা বশির বলেন, ‘মানুষকে আশা নিয়েই বাঁচতে হচ্ছে। আর ভালোবাসাই মানুষের একমাত্র ভরসা। এই গানের লাইনে লাইনে সেই আশা-ভালোবাসার প্রত্যাশার কথাই তুলে ধরেছেন গীতিকার কবির বকুল। আশা করি সবার ভাল লাগবে।’ ♦