ভ্রমণের সময় মোবাইলফোনে বা ল্যাপটপের চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন অনেকে। আশপাশে বিদ্যুৎ–সংযোগ বা চার্জের সুযোগ না থাকলে বিব্রতকর অবস্থার মুখোমুখিও হতে হয়।
সমস্যার সমাধান দেবে বহনযোগ্য এ সোলার চার্জার।
নেটটেকের তৈরি এ সোলার চার্জারের পুরো শরীরে সৌর প্যানেল রয়েছে। ফলে দ্রুত সৌরশক্তি সংগ্রহ করে ফোন বা ল্যাপটপ চার্জ করতে পারে।
ব্যাগের মতো পিঠে ঝোলানোর সুযোগ থাকায় হাঁটার সময় চার্জ হতে থাকে সোলার চার্জারটি।
৫১০ গ্রাম ওজনের এ সোলার চার্জারে ব্যবহার করার হয়েছে ২১ ওয়াট বৈদ্যুতিক শক্তির পাতলা ব্যাটারি। দুটি ইউএসবি পোর্ট থাকায় একসঙ্গে একাধিক যন্ত্র চার্জ করা যায় চার্জারটিতে।
পানিরোধক এ চার্জারের দাম ৪০ ডলার। ♦