সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ৮১ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয় ছয় হাজার ৮৪২ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বাড়তে দেখা যায় লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসইতে আজ লেনদেনও ছিল সন্তোষজনক।
দিন শেষে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়ালফান্ডের ইউনিটের মধ্যে দর বাড়তে দেখা যায় ২৪৭টি প্রতিষ্ঠানের। পক্ষান্তরে ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে এবং ৩৩টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
আজ বড় উত্থানের দিন বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল বস্ত্র, ব্যাংক ও বিমা খাতের শেয়ার। এর জের ধরে এসব শেয়ার বেশি কেনাবেচা হতে দেখা যায়। ফলে দিন শেষে মোট লেনদেনে সবার ওপরে দেখা যায় এ খাতগুলোকে। এর মধ্যে সবার শীর্ষে ছিল বস্ত্র খাত।
অন্যান্য দিনের মতো আজ এ খাতের শেয়ারে চোখ ছিল বিনিয়োগকারীদের। খাতটি মোট লেনদেনে ১৭ শতাংশ একক অবদান রাখতে সমর্থ হয়। পরের অবস্থানে ছিল বিমা খাত। খাতটি মোট লেনদেনে প্রায় ১৬ শতাংশ অবদান রাখে।
লেনদেনে তৃতীয় অবস্থানে দেখা যায় ব্যাংক খাতকে। এ খাত মোট লেনদেনে ১৩ শতাংশের বেশি অবদান রাখে।
এছাড়া প্রকৌশল, ওষুধ ও রসায়ন, আর্থিক এবং বিবিধ খাত লেনদেনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে গতকাল যারা লেনদেন করেছেন তাদের সিংহভাগের পছন্দ ছিল তুলনামূলক বেশি পরিশোধিত মূলধন রয়েছে এমন কোম্পানির শেয়ারে।
দিন শেষে ২০০ কোটি টাকার বেশি পরিশোধিত মূলধন রয়েছে এমন কোম্পানির আগ্রহ দেখা গেছে ৭৩ শতাংশের বেশি বিনিয়োগকারীর।
অন্যদিকে বৃদ্ধির দৌড়ে এগিয়ে ছিল আজিজ পাইপস, ফাস্ট ফাইন্যান্স, মেঘনা পিইটি, সাউথ বাংলা ব্যাংক, সোনারগাঁ টেক্সটাইল, মেট্রো স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, রিংশাইন টেক্সটাইল টেক্সটাইল, আইসি ইসলামিক ব্যাংক, মিথুন নিটিংসহ আরও কয়েকটি কোম্পানি।
এদিকে দিন শেষে ডিএসইতে মোট দুই হাজার ৬৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়ালফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা যায়।
এর মধ্য ব্লক মার্কেটে লেনদেন ছিল ৬৩ কোটি টাকার বেশি। গতকাল এ মার্কেটে মোট ৫৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। ♦