শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে যখন যুক্তরাষ্ট্র জ্বলছে তখন বর্ণবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।
তার মতে, কেবল ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবাদের বীজ।
ইউরোপিয়ান ফুটবলে প্রায়ই ঘটে থাকে বর্ণবাদী আচরণ। সভ্যতায় অনেক এগিয়ে গেলেও কালোদের ঘৃণা করা এ মনোভাব দেখে এখনও যেন তারা বের হতে পারেনি।
গেইলের দাবি, ক্রিকেট ব্যতিক্রম না। এ খেলাতেও আছে বর্ণবাদী মনোবৃত্তি। এমনকি নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলেও জানালেন ‘ইউনিভার্সাল বস’।
এ ব্যাপারে ইনস্টাগ্রামে গেইল লিখেছেন- “অন্যদের মতোই কালোদের জীবন।…কৃষ্ণাঙ্গদের বোকা মনে করাটা বন্ধ করুন। আমি নিজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। বিশ্বাস করুন, শুধুমাত্র গায়ের রং কালো হওয়ার কারণে আমাকেও অনেক বর্ণবাদী মন্তব্যে শুনতে হয়েছে। এটা অনেক লম্বা তালিকা।”
“বর্ণবাদ শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও আছে। বর্ণবাদের এই কুৎসিত চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। কালো শক্তির প্রতীক। কালোই গর্ব।” ♦