বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে এনসিসি ব্যাংক

0

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে (এনসিসি ব্যাংক) ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল পারপিচুয়াল বন্ড ফ্লোটিং রেটে ছাড়ার অনুমোদন পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত আগস্টে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয়। এবার বাংলাদেশ ব্যাংকও এনসিসি ব্যাংকের বন্ড ছাড়ার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে। বন্ড ছাড়ার জন্য বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি উভয়ের অনুমোদনের পার বাকি রয়েছে বিনিয়োগকারীদের সম্মতি। এজন্য ব্যাংকটি আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টায় বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে।

ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

বন্ড ছেড়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা মূলধন হিসেবে গণ্য হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকের ব্যাসেল-৩ কমপ্লায়েন্সের শর্তপূরণ সাপেক্ষে অ্যাডিশনাল টায়ার-১ (এটি-১) মূলধন হিসেবে বন্ড ইস্যু করে এ অর্থ সংগ্রহ করা হবে।

সংগৃহীত অর্থ ব্যাংকটির ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৪৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার তিন কোটি তিন লাখ টাকা। কোম্পানিটির ৯৪ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৪৮১ শেয়ার রয়েছে।

মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩৮ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৪৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯ দশমিক ২৪ শতাংশ শেয়ার।

Share.