রোনাকালে মানুষের মনে একটিই প্রশ্ন, কবে আসবে টিকা? ঘরবন্দী মানুষ ক্লান্ত। ঠিক এ সময়ে খুশির খবর জানালেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।
হু প্রধান জানিয়েছেন, এ বছর শেষ হওয়ার আগেই আসতে পারে টিকা। সারা বিশ্বের মানুষের মধ্যে টিকার যেন সমবণ্টন হয়, তার জন্য বিশ্বনেতাদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
হু-এর এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ের পরে টেড্রোস বলেন, আমরা যে টিকা চাই তা এ বছরের শেষেই আসবে।
ফাইজার থেকে অ্যাস্ট্রাজেনেকা- প্রায় দশটি সম্ভাব্য টিকা আশা জোগাচ্ছে। হু নিজেদের COVAX প্রোগ্রামের আওতায় ২০২১ সালের শেষে দুই বিলিয়ন টিকার ডোজ দিতে চায়। অবশ্য এ প্রকল্পের অংশীদার নয় আমেরিকা, চীন ও রাশিয়া।
এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই টেড্রোস সব বিশ্বনেতাদের থেকে সহযোগিতা কামনা করেছেন। এ মহামারী থেকে বিশ্বকে রক্ষা করার জন্য আর্জি জানিয়েছেন। ♦