করোনা ভাইরাসের কারনে এ বছর ৩৪তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন সেপ্টেম্বরের লেবার ডে’ উইক এন্ডে অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে ভার্চুয়াল প্লাটফর্মে আগামী ২৮ ও ২৯ নভেম্বর সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ড. আহসান চৌধুরীর স্বাক্ষর করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ নভেম্বর, ২০২০, শনিবার ও ২৯ নভেম্বর, ২০২০ রোববার এই দুই দিনব্যাপী ফোবানার অন্যতম প্রধান বাৎসরিক অনুষ্ঠান ৩৪তম ফোবানা সম্মেলন ২০২০ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।”
আয়োজক কমিটি বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) মহামারীর কারণে এবারের সম্মেলন আয়োজনে অপারগতা প্রকাশ ও স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ফোবানা কেন্দ্রীয় কমিটি ভার্চুয়াল প্লাটফর্মে এ বছরের সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ”আয়োজিত এ মহাসম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংকৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং মূল্যবোধ অন্তরে ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে এই ধারাবহিকতায় সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিত করাই ফোবানার প্রত্যয়ী পথচলার অন্যতম অঙ্গীকার। আমরা আপনাদের সবাইকে এই সম্মেলনে যোগদান করার জন্য আন্তরিকভাৰ আমন্ত্রণ জানাচ্ছি।”
বিজ্ঞপ্তিতে সব বাংলদেশী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা ও প্রতিনিধিদের এ সম্মেলনে যোগ দিতে একশ ডলার রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে অংশ নেওয়া নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সে সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ধারণকরা ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, যা সম্মেলনের সাংস্কৃতিক পর্বে প্রদর্শন করা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানসংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ফোবানার সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আবীর আলমগীরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সাংস্কৃতিক উপকমিটির সঙ্গে যোগাযোগের জন্য ফোন করুন ৩৪৭-৭২৪-৯৫১৮ নম্বরে। ইমেইল abir_ny@hotmail.com।
এ ছাড়া সম্মেলনে ফোবানার বাৎসরিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। ফোবানা সম্মেলন ২০২০-এর বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ করা হবে সংগঠনের নির্ধারিত www.fobanaonline.com ওয়েবসাইটে।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সচিব সম্মেলনের এ ভার্চুয়াল আয়োজনটিকে সফল করে তোলার জন্যে সব প্রবাসী বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন।
যে কোন পরামর্শদান কিংবা তথ্য জানতে শাহ হালিম (২৮১ ৭৪৮ ৯৮৮০) ও আহসান চৌধুরীর (৫১২ ৪১৩ ৯১৯৩) উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। ♦