ফেব্রিক লাগবে: ক্লিকে মিলবে পোশাক ও বস্ত্র খাতের সবকিছু

0

এখন থেকে এক ক্লিকে পোশাক ও বস্ত্র খাতের সবকিছু মিলবে একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপে।

অ্যাপটিতে কোনো প্রকার ঝামেলা ছাড়া পোশাক ও টেক্সটাইল খাতের, সুতা, কাপড়, তুলা, ট্রিমস এবং আনুষঙ্গিক, সাইজিং মিল, ডাইং প্রসেসিং মিল, রাসায়নিক, মেশিন ও পার্টস, বেচাকেনা ও সরবরাহ প্রক্রিয়া সহজ করবে।

উদ্যোক্তা ও ক্রেতাদের জন্য সঠিক পণ্য খুঁজে পেতে এটি সহায়ক ভূমিকা রাখবে।

অ্যাপটির মাধ্যমে পণ্য কেনাবেচা সহজ হবে। এ ডিজিটাল প্ল্যাটফর্মটি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে দেশি বিদেশি ছোট শিল্প এবং বড় শিল্পগুলোর মধ্যে সেতুবন্ধ স্থাপনে কাজ করছে।

জানতে চাইলে ‘ফেব্রিক লাগবে’ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম জানান, ১০ বছর ধরে তিনি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্ট সেক্টর নিয়ে কাজ করছেন। তাতে তিনি দেখেছেন, সুতা ক্রয়-বিক্রয় থেকে শুরু করে সাইজিং, মেশিনের সাহায্যে উইভি করে কাপড় বানিয়ে ডাইং ফিনিশিং শেষ করে পণ্য ডেলিভারি, পণ্যের উৎসের খোঁজ করা, যোগাযোগ, পণ্যের অর্ডার দেয়া-নেয়া, পণ্য উৎপাদন ও বিক্রি করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এ অ্যাপের বিষয়টি মাথায় আসে তার।

তিনি মনে করেন, এসব সমস্যার সমাধান দেবে এই অ্যাপ ও এখন ব্যবহারকারীরা উপকৃত হচ্ছেন। ক্রেতা-বিক্রেতার মধ্যে দর-কষাকাষির সুযোগ রাখা হয়েছে এ অ্যাপে। কোনো ক্রেতা পণ্য কিনতে কত টাকা দিতে চান সেটি বলার সুযোগ আছে এতে।

এখানে বিক্রেতা তার পণ্য সরাসরি বায়ারের কাছে, কোনো হয়রানি ছাড়া, মধ্যসত্বভোগী ছাড়া, ঝুঁকি ছাড়া, নগদ মূল্যে বিক্রি করতে পারবেন। অন্যদিকে ক্রেতা তার পছন্দ মতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্বত্বভোগী ছাড়া, সুলভ মূল্যে, সঠিক মাপে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও সঠিক গুণগত মান নিশ্চিত করে সরাসরি কিনতে পারবেন।

এ ধরনের অ্যাপে ক্রেতা-বিক্রেতা কোনো সমস্যার সম্মুখীন হলে তদারকির ব্যবস্থা রয়েছে কি না জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, ‘এখানে পণ্যের লেনদেন সম্পূর্ণ হওয়ার পর রেটিংয়ের ব্যবস্থা আছে।’

কোনো পক্ষ ক্ষতির সম্মুখীন হলে তিনি পণ্যের সেলার বা বায়রের ব্যাপারে রিভিউ বা মন্তব্য জানাবেন, যাতে পরবর্তীকালে অন্য ক্রেতারা সে সেলার বা বায়ারের পণ্য কিনতে সর্তক থাকবেন।

এ প্ল‍্যাটফর্মটি টেক্সটাইল ও তৈরি পোশাক ইন্ডাস্ট্রিজের দুই খাতের সমন্বয়ে বিটুবি (বিজনেস টু বিজনেস) ধরনের, এখানে বিক্রেতা তার পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন।

এ ছাড়া অ্যাপটিতে চাকরি বা ওয়ার্ক অর্ডার নামেও দুটি অপশন রয়েছে। যেখানে জব অপশনে শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যে কেউ নিজের বায়োডাটা ও আনুষঙ্গিক তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন।

এতে উদ্যোক্তরা সহজে তাদের প্রয়োজনীয় কর্মী বা শ্রমিক পছন্দ করে অল্প সময়ের মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দিতে পারবেন।

অ্যাপের মাধ্যমে লেনদেনে উদ্যোক্তা বিক্রিত পণের দামের ওপর ০ দশমিক ৫০ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হবে। 

Share.