ফিনিক্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

0

লতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় তথা ইপিএস বেড়েছে বিমা খাতের প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৮ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৪২ পয়সা।

প্রথম দুই প্রান্তিক বা ৬ মাস (জানুয়ারি-জুন, ২০২১) শেষে ইপিএস হয়েছে এক টাকা ৩৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৩ পয়সা। অর্থাৎ প্রথম দুই প্রান্তিকের হিসাবেও কোম্পানিটির ইপিএস বেড়েছে।

এছাড়া ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৩ পয়সা, যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৩৬ টাকা চার পয়সা।

আলোচিত সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে এক টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৪ পয়সা।

Share.