ফিনল্যান্ডের স্কুলগুলো চমৎকার শিক্ষাব্যবস্থার অনন্য উদাহরণ

0

মৎকার শিক্ষাব্যবস্থার অনন্য উদাহরণ ফিনল্যান্ড। দেশটির শিক্ষাব্যবস্থার সুনাম বিশ্বজুড়ে। চলুন জেনে নেই, এখানকার প্রচলিত শিক্ষাব্যবস্থা ও স্কুলের কয়েকটি দিক।

বিনামূল্যে শিক্ষার সুযোগ
ফিনল্যান্ডে একজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনাখরচে তার শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে। মধ্যাহ্নভোজ, টিফিন, বই-খাতা-স্টেশনারি, শিক্ষাসফর এমনকি স্কুলে যাতায়াত— বিনাখরচে পেয়ে থাকে শিক্ষার্থীরা। সব খরচ সরকার বহন করে।

নেই পরীক্ষা
ফিনল্যান্ডের শিক্ষকসমাজে একটি কথা প্রচলিত রয়েছে, মানুষ হয় তার জীবনের জন্য অথবা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। আমরা প্রথমটি বেছে নিয়েছি, তাই আমাদের দেশের স্কুলগুলোয় কোন পরীক্ষা নেই। শুধু একটি আবশ্যকীয় পরীক্ষা রয়েছে যখন শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষাস্তর সম্পন্ন করেন। শিক্ষক তার ক্লাসে ছোটখাটো টেস্ট নিতে পারেন বিশেষ প্রয়োজনে।

নেই নির্দিষ্ট সাবজেক্ট বা বিষয়
এটি একটি নতুন উদ্যোগ। ২০১৫ সালে ফিনল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে, শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতাসহ যুগপোযোগি নানা বিষয়ের প্রতি নজর দিতে হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড সম্প্রতি এখন তাদের স্কুলগুলোয় গণিত, বিজ্ঞান, ভাষা, ইতিহাস ইত্যাদি বিষয় পাঠ্যক্রম থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলোয় বরং একটি টপিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার দক্ষতা তৈরি করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র পরিকল্পনা ও পদ্ধতি
অবাক হচ্ছেন? হুম, এটিই সত্যি। ভিন্ন শারীরিক ও মানসিক সামর্থ্যের শিক্ষার্থীরা একই ক্লাসে পড়ালেখা করে। কোন শিক্ষার্থী যদি নির্দিষ্ট কাজ করতে না পারে, তবে শিক্ষক তার জন্য স্বতন্ত্র পরিকল্পনা করে থাকেন এবং তার জন্য আলাদা টাস্ক ডিজাইন করা হয়। শিশুরা তাদের পছন্দমতো ও সামর্থ্যের উপর ভিত্তি করে ক্লাস টাস্ক নির্বাচন করার সুযোগ পায়। লেসন ইন্টারেস্টিং মনে না হয় তাহলে শিক্ষার্থী পছন্দমতো বই পড়ার জন্য স্কুলের দোলনায় দুলতে পারেন নির্দ্বিধায়।

কোন নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম নেই
ফিনল্যান্ডে কোনও নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম নেই। শিশুরা তাদের পছন্দমতো ও আরামদায়ক পোশাক পড়ে আসতে পারে স্কুলে।

পড়ানোর সময় শোয়া ও সোফাতে বসার অনুমতি
ক্লাসের মাঝে শিক্ষার্থীরা সোফায় বসে কিংবা মেঝের কার্পেটে শুয়ে ক্লাস করতে পারে।

বাড়ির মজার কাজ
ফিনল্যান্ডে শিক্ষকেরা মনে করেন যে শিশুদের বাসায় বিশ্রাম নেওয়া ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো উচিত। তাই তাদের হোমওয়র্ক বা বাড়ির কাজ খুব একটা দেওয়া হয়না আর দিলেও তা খুব মজার হয়। খুব স্বল্প সময়ে সম্পন্ন করা যায় বাড়ীর কাজ। যেমন ইতিহাস ক্লাসের বাড়ির কাজ হল শিক্ষার্থীরা তাদের দাদী বা নানির সঙ্গে গল্প করে তার সময় ও বর্তমান সময়ের জীবনযাপনরীতির পার্থক্য খুঁজে বের করবে।

ক্লাসে সবচেয়ে বেশি বিরতি
অন্য দেশগুলোর তুলনায় ফিনল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিরতি পেয়ে থাকে। ক্লাস যতই মজার হোক না কেন, প্রতি ৪৫ মিনিট পড়ালেখা বা ক্লাসের পর শিক্ষার্থীরা ১৫ মিনিট করে বিরতি পায়।

দক্ষ ও নিবেদিত শিক্ষক
ফিনল্যান্ডে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুবই প্রতিযোগিতামূলক ও কঠিন, যার মাধ্যমে সেরা আবেদনকারীদের বেছে নেওয়া হয়। প্রায় ১০ জনে একজন শিক্ষক হতে পারেন, বেতন শুরু হয় ৩৫০০ পাউন্ড থেকে। ফিনল্যান্ডে শিক্ষকতা পেশাটি খুবই সম্মানজনক ও সবচেয়ে আকর্ষনীয়। দক্ষ ও আগ্রহী শিক্ষকেরা তাদের সর্বোচ্চ মেধা ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারেন তাদের শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে। আর শিক্ষক যখন সেরা তখন তার প্রতিফলন তো ঘটবেই শিক্ষাব্যবস্থায়।

জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোই শিক্ষার্থীদের শেখানো হয়
সাঁতার ক্লাসে শিক্ষার্থীরা শেখে কোন সংকেত বোঝায় যে একজন মানুষ ডুবে যাচ্ছে। গার্হস্থ্য বা গৃহস্থালি ক্লাসে শেখে রান্না, সেলাই, বোনা ইত্যাদি। পরিবেশের যত্ন বা পরিবেশ সচেতনতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীরা সহজে একটি ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে পারে। মূল বিষয় হল কোন কিছু শেখার সামর্থ্য ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে দক্ষতা শেখা দরকার তাই ফিনল্যান্ডের স্কুলগুলোতে শেখানো হয়।

সব স্কুলই মানসম্পন্ন
ফিনল্যান্ডে সব স্কুলে দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় উপকরণ ও মানসম্মত খাবার রয়েছে। তাই কোন নির্দিষ্ট বা ‘এলিট’ স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা তাদের নিকটস্থ স্কুলে ভর্তি হয়। সব সুযোগ সুবিধা সমানভাবে লাভ করে।

Share.