২১০ কোটি ইউএস ডলারে ফিটবট কেনার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট তদন্ত পুরোপুরি এড়ানোর পথ রয়েছে গুগলের, এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে, ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন টার্গেট করা হবে না এমনটা অঙ্গীকার করলেই মুক্তি পেতে পারে প্রতিষ্ঠানটি।
গত বছরের নভেম্বরে ফিটবিট অধিগ্রহণ চুক্তির ঘোষণা দেয় গুগল। এটা অনেকটাই পরিষ্কার যে, এ অধিগ্রহণের মাধ্যমে পরিধেয় ডিভাইস ব্যবসার পরিধি যথেষ্ট বাড়াবে গুগল। আর অ্যাপল, স্যামসাংয়ের পাশাপাশি হুয়াওয়ে ও শাওমির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচও সম্ভবত বাজারে আনবে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগল ও ফিটবিটের এ চুক্তি নিয়ে সমালোচনা করেছেন আইনজীবীরা। অনলাইন বিজ্ঞাপন ও অনুসন্ধানখাতে আধিপত্য বাড়াতে গুগল ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক ডেটা ব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
চুক্তির বিষয়ে চলতি মাসের শুরুতে প্রতিদ্বন্দ্বী পরিধেয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান, অ্যাপ ডেভেলপার ও স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন নীতিনির্ধারকরা।
চুক্তির অনুমোদন মিলবে না কি তদন্ত শুরু হবে সে বিষয়ে ২০ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেবে ইইউ নীতিনির্ধারকরা। গুগলের দাবি, চুক্তিটি ডিভাইস নিয়ে, ডেটা বিষয়ে নয়। ♦