ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ

0

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকায়।

সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বা ১৪ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৫৯ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪ লাখ ৭৫ হাজার ১৬৩টি শেয়ার মোট এক হাজার ২২২ বার হাতবদল হয়, যার বাজারদর ৭ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৪৩ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৫৯ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫৭ টাকা ও সর্বোচ্চ ১৫৯ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য এক দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে সাত পয়সা। ৩০ জুন ২০২৩ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৫৫ পয়সায়। এর আগের বছরে অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি এক দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল দুই পয়সা এবং ২০২২ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছিল ১০ টাকা ৬৩ পয়সায়।

ফাইন ফুডস লিমিটেড ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির মোট এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি শেয়ার রয়েছে। 

Share.