আইটি ডেস্ক: বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রান্ত ষড়যন্ত্র তত্ত্বের ভিডিও। দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে ‘প্লানডেমিক’ নামের এ ষড়যন্ত্র তত্ত্ব ভিডিওটি।
‘প্লানডেমিক’ ষড়যন্ত্র তত্ত্ব ভিডিওটি তথ্যচিত্র ধাঁচে সাজানো। এর নির্মাণ কৌশল গতানুগতিক ষড়যন্ত্র তত্ত্ব ভিডিওর চেয়ে উন্নত বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। ভিডিওটিতে করোনাভাইরাস কীভাবে এসেছে, কীভাবে ছড়ায় ইত্যাদি তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে মুছে দেওয়া হলেও ব্যবহারকারীরা বারবার ভিডিওটি আপলোড করছেন। ভিডিওটি ২৬ মিনিটের। গত সপ্তাহের শুরুতে ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে প্ল্যানডেমিক।
ভিডিওতে দেখানো কয়েকটি ভ্রান্ত দাবির মধ্যে রয়েছে, ‘মাস্ক ও গ্লাভস পরায় ব্যবহারকারীরা অসুস্থ হয়ে পড়ছেন’, সমুদ্র বন্ধ করে দেওয়া “পাগলামো”, কারণ পানিতে “নিরাময় জীবাণু” রয়েছে। দাবিগুলোর পেছনে কোনো নির্ভরযোগ্য চিকিৎসা ও বৈজ্ঞানিক তথ্য নেই। ভিডিওতে দাবি করা হয়েছে, জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ রাখতে মৃতের সংখ্যা ভ্রান্তভাবে উপস্থাপন করা হচ্ছে। ♦