পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ। ৫ শতাংশ বোনাস।
প্রিমিয়ার ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে প্রিমিয়ার শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা।
আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৫৭ পয়সা। আর এককভাবে ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৯ পয়সা, আর এককভাবে ১৬ টাকা ৬৮ পয়সা।
১০ আগস্ট, সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই। ♦