প্রিমিয়ার ব্যাংক পিএলসির আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ গ্রামের জগদল বাজারে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লিঋণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকের এসএমই ও কৃষিঋণ বিভাগের ইভিপি আসিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকে রংপুর কার্যালয়ের পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. আবু বক্কর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিছুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বীরগঞ্জ ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. শামীমা বেগম। ♦