প্রাইম ব্যাংকের এজিএম, লভ্যাংশ অনুমোদন

0

প্রাইম ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথমবারের মত ভার্চুয়াল প্লাটফর্মে ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণের ঝুঁকি এড়াতে শেয়ারহোল্ডার ও পরিচালকদের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্লাটফর্মে এ এজিএম আয়োজন করা হয়।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তানজিল চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটির সদস্য, নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ৪০০ শেয়ারহোল্ডার সভায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান ও কোম্পানি সেক্রেটারি এজিএমে অংশ নেন।

সভায় শেয়ারহোল্ডাররা পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ২০১৯ ও ওই বছরের জন্য ১৩.৫০% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ারের বিপরীতে ১.৩৫০ টাকা) ও বিধি অনুযায়ী ২০২০ সালের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।

সকাল ১১:০০টায় এজিএম শুরু হয়। যেসব শেয়ারহোল্ডার রেকর্ড ডেটে তালিকাভুক্ত ছিলেন তাঁরা অংশগ্রহণ, প্রস্তাব পেশ বা সমর্থন বা ভোট বা বিরোধিতা করতে পেরেছেন। স্বাচ্ছন্দ্যের সঙ্গে অংশ নেয়া নিশ্চিতের জন্য শেয়ারহোল্ডারদেরকে সভার আগে নিয়মকানুন বিস্তারিত জানিয়ে দেয়া হয়।

Share.