প্রাইমএশিয়ায় অল ওভার প্রিন্টিং অ্যান্ড ডিজাইন নিয়ে কর্মশালা

0

ভিড-১৯ পরিস্থিতিতে শিল্প কারখানার সঙ্গে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দূরত্ব কমিয়ে আনতে “অল ওভার প্রিন্টিং অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্ট” শীর্ষক ১৪ দিনের অনলাইন কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অল ওভার প্রিন্টিং টেকনোলজি অব বাংলাদেশ।

এ ই-লার্নিং কর্মশালার সমাপনী অনুষ্ঠান জুম প্ল্যাটফর্ম ও ফেসবুক লাইভে গত মঙ্গলবার রাতে হয়েছে।

অনুষ্ঠানে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক শেখ হাসানুজ্জামান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম. এ. খালেক উপস্থিত ছিলেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষর্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও ক্যারিয়ার বিষয়ে সচেতন করতে উক্ত কর্মশালায় প্রিন্টিং, ডাইংসহ প্রযুক্তিগত নানা বিষয়ে লেকচার দেন ইউনিফিল টেক্স বিডি গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) ও অল ওভার প্রিন্টিং টেকনোলজি অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম আবদুর রহমান, ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেডের প্রধান প্রকৌশলী ও অল ওভার প্রিন্টিং টেকনোলজি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ।

আরও ছিলেন লাইথ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অল ওভার প্রিন্টিং টেকনোলজি অব বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু সায়েদ কিরণ, অল ওভার প্রিন্টিং লিমিটেডের প্রোডাকশন ও মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অল ওভার প্রিন্টিং টেকনোলজি অব বাংলাদেশের সহ-সভাপতি আবুল বাশার প্রমুখ।

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেকোনো কারিগরি সহযোগিতা, গবেষণা, ইন্টার্নশিপ ও চাকরি পেতে সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।

বিভাগরে অন্য শিক্ষকদের সহযোগিতায় ১৪ দিনের কর্মশালা আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ও সহকারী প্রক্টর এমদাদুল হক।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মো. সাকিবুজ্জামান ও শিক্ষার্থী বাধন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ভার্চুয়ালি দেয়া হয়।

Share.