প্রথমার্ধে আয় বেড়েছে স্কয়ার টেক্সটাইলের

0

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল পিএলসি।

প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯২ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৪ পয়সা।

অন্যদিকে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮২ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেয়ারপ্রতি আয় ২৩ পয়সা বেড়েছে।

এছাড়া ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৮ পয়সায়, যা ২০২৩ সালের ৩০ জুনে ছিল ৪৮ টাকা ৯৩ পয়সা।

প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭ টাকা ২১ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৯০ পয়সা।

স্কয়ার টেক্সটাইল ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

তাদের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯৭ কোটি ২৫ লাখ টাকা।

রিজার্ভের পরিমাণ ৭৬৭ কোটি ৮৬ লাখ টাকা।

কোম্পানিটির ১৯ কোটি ৭২ লাখ ৫২ হাজার শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬১ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ৪৮ শতাংশ, বিদেশি ৩ দশমিক ০৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। 

Share.