প্যারামাউন্ট টেক্সটাইল বিএমআরই প্রকল্পে বিনিয়োগ করবে

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ কারখানায় বিএমআরইর (ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন) ও নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাদের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলধনি যন্ত্রপাতি, সিভিল কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজের জন্য আট কোটি ৫৪ লাখ ডলার বিনিয়োগ করবে।

নতুন বিনিয়োগ কোম্পানিটির মাসে অতিরিক্ত ৭০ লাখ ডলার রাজস্ব বাড়াতে সাহায্য করবে।

কোম্পানিটি জানায়, বৈদেশিক মুদ্রা মেয়াদি ঋণ সুবিধার মাধ্যমে পণ্য আমদানি সুবিধা নিষ্পত্তি করা হবে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৪৩ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ১০ পয়সা।

Share.