সুস্বাস্থ্য ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র মিরপুর জোনের পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসুরক্ষা উপকরণ হস্তান্তর করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। রোববার রাজধানীর মিরপুরের মোহনা টেলিভিশনের কার্যালয়ে ডিএমপি’র মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদের কাছে এসকল উপকরণ হস্তান্তর করেন মন্ত্রী। খবর বাসস’র।
রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।
এসময় উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, বিদ্যমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে এসকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সঠিকভাবে দায়িত্ব পালন ও জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের সময়ে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সেগুলো স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।