পুলিশদের পাশে রোহিত

0

বিনোদন ডেস্ক: বিশ্ব পার করছে দুর্যোগময় পরিস্থিতি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কবল থেকে বাঁচতে একযোগে লড়ছে বিশ্ববাসী। করোনামুক্ত একটি সুন্দর পৃথিবী দেখার সে লড়াইয়ে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। এবার করোনাযুদ্ধে সম্মুখে কাজ করা পুলিশ কর্মকর্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের পুলিশ সদস্যদের জন্য আটটি হোটেলের ব্যবস্থা করেছেন রোহিত। শুধু তা-ই নয়, তাঁরা সেখানে সকালের নাশতা ও রাতের খাবারও পাবেন। গোসলের ব্যবস্থাও রয়েছে। রোহিতের এই মহানুভবতার খবর জানিয়ে মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে এ তথ্য জানায় মুম্বাই পুলিশ। পোস্টে লেখা হয়, ‘কর্মরত আমাদের কোভিড যোদ্ধাদের বিশ্রাম, গোসলসহ সকালের নাশতা ও রাতের খাবারের জন্য রোহিত শেঠি পুরো শহরে আটটি হোটেলের ব্যবস্থা করেছেন। মুম্বাইকে নিরাপদ রাখতে ও আমাদের সাহায্য করতে এমন মহতী উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

এর আগে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা চলচ্চিত্র ও টেলিভিশন কর্মীদের সাহায্য করেছেন রোহিত। ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) তহবিলে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এ খবর টুইটারে জানিয়ে রোহিতকে ধন্যবাদ জানান।

Share.