পুনরায় ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

0

র্যায়ক্রমে ক্রিকেট শুরুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের কারণে অনিশ্চিত হলেও বোর্ড চাচ্ছে আসন্ন শ্রীলংকা সফরের জন্য খেলোয়াড়রা প্রস্তুত থাকুক। খবর বাসস’র।

প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে শ্রীলংকায় সাফল্যের হার বেশি হওয়ায় সফর আয়োজনে তারা প্রস্তুত দাবী করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

আজ পর্যন্ত, কোভিড-১৯এ শ্রীলংকায় আক্রান্ত হয়েছে ১৬৪৩ জন। ১১ জন মারা গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১১জন।

আসন্ন সিরিজের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই ১৩ খেলোয়াড়কে নিয়ে অনুশীলন সেশন শুরু করেছে এসএলসি।

নির্ধারিত সময়ে সফর করার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে লংকান বোর্ড। বিসিবি এখনো কোন সিদ্বান্ত নেয়নি। তবে বোর্ড খেলোয়াড়দের প্রস্তুত রাখবে। এ কারণে ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে জানালেন বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি।

Share.