বিশ্বরঙ নিবেদিত “পুজোর গানে বাঁধবো প্রাণ” প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের ফল ঘোষণা করা হয়েছে ১৯ অক্টোবর, সোমবার।
অনলাইনভিত্তিক এ সংগীত প্রতিযোগিতার বিচারক ছিলেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। আরও ছিলেন সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার, সঙ্গীতশিল্পী ও বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা।
বিশ্বরঙ প্রষ্ঠিতালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতায় সচেতন সবসময়। সৃজনশীল কাজে প্রতিষ্ঠানটির অগ্রপথিক হওয়ার আগ্রহ ২৫ বছর ধরে। এরই ধারাবাহিকতায় জুলাই থেকে মায়ের গান, দুর্গোৎসবভিত্তিক গান বা যে কোন প্রার্থনা সঙ্গীতের স্থায়ী ও একটি অন্তরা তাল ঠিক রেখে শুধু একটি যন্ত্র ব্যবহার করে গান গেয়ে ভিডিও পাঠানোর আহবান করা হয় সংগীতপ্রেমীদের কাছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভিডিও জমা পরে “পুজোর গানে বাঁধবো প্রাণ” প্রতিযোগিতার কমিটির কাছে।
এ দেশের মাঠে প্রান্তরে কত প্রতিভা ছড়িয়ে আছে তার প্রমান এ কয়েক হাজার ভিডিও। বাছাই পর্বে বিচারকদের বেশ বেগ পেতে হয়, কাকে প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে রাখবেন আর কাকে বাদ দেবেন এ হিসেবে মেলাতে। কয়েক ধাপে চুলচেরা বিশ্লেষণ করে ফাইনাল রাউন্ডের জন্য ১২ শিল্পীকে নির্বাচিত করা হয়। তাদের সবাই ছিলেন প্রতিভায় সেরা। তবে যেহেতু এটি একটি প্রতিযোগীতা, তাই দায়বদ্ধতার প্রশ্নে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফল অত্যাবশ্যকীয়।
অবশেষে বিচারকদের অভিমতে “পুজোর গানে বাঁধবো প্রাণ” প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে প্রথম হয়েছেন “মনিকা দেবনাথ কথা”। দ্বিতীয় “নরেন চক্রবর্ত্রী”। আর তৃতীয় স্থান অর্জন করেন “নোবেল আচার্য”। ♦