কভিড-১৯ সংক্রমণ রোধে শাটডাউন নামে পরিচিতি পাওয়া বিধিনিষেধে চলতি সপ্তাহের রোববার বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের লেনদেন শুরু হবে সোমবার। এদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক করোনা পরিস্থিতি বিবেচনায় গত বুধবার নতুন করে নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল ও বুধবার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে এবং সপ্তাহের বাকি তিন দিন ব্যাংকের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
ফলে ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে তিন দিন- সোম, মঙ্গল ও বৃহস্পতিবার। পুঁজিবাজারের লেনদেনের এই নতুন সময়সূচি বুধবার বিএসইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সেদিন বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘আমাদের আগের সিদ্ধান্ত আছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। আর ব্যাংকের কার্যক্রম শেষ হওয়ার আধা ঘণ্টা আগে পুঁজিবাজারের লেনদেন শেষ করতে হয়।’
তিনি জানান, এ হিসেবে রোববার ও বুধবার যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তাই পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। আর ব্যাংক যেহেতু আড়াইটা পর্যন্ত চলবে, তাই ৫ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে দুইটা পর্যন্ত।
পুঁজিবাজারে লেনদেন ব্যাংকের লেনদেনের ওপর নির্ভর করে। ব্যাংকে যতক্ষণ লেনদেন হয়, তার চেয়ে কিছু সময় কম হয় পুঁজিবাজারের লেনদেন।
এ সপ্তাহেও ব্রোকারেজ হাউসগুলো চলবে অর্ধেক লোক দিয়ে আর বিনিয়োগকারীদের ঘরে বসেই অনলাইনে লেনদেন করার নির্দেশনা দেয়া হয়েছে।
গত বছর দেশে করোনা সংক্রমণের পর ৬৬ দিনের সাধারণ ছুটিতে ব্যাংক খোলা থাকলেও লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। তবে বর্তমান বিএসইসি লেনদেন বন্ধ রাখার পক্ষে না। তারা একাধিকবার জানিয়েছেন, ব্যাংকে লেনদেন চলছে, পুঁজিবাজারও চালু থাকবে।
গত সপ্তাহে পাঁচ দিন লেনদেন চললেও ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে তা চলে ১০টা থেকে ১টা পর্যন্ত। কারণ ব্যাংক খোলা ছিল দেড়টা পর্যন্ত।
গত ৫ এপ্রিল লকডাউন আর ১ জুলাই শাটডাউন শুরু হলেও ব্যাংকের মতো লেনদেন বন্ধ থাকেনি পুঁজিবাজারে। শাটডাউনে প্রথম দুই রোববার ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন চলে সপ্তাহে চার দিন।
ঈদের আগের সপ্তাহে রোববার খোলা আর ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলায় পুঁজিবাজারেও লেনদেন চলে পুরোটা সময় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।
তবে ২৩ জুলাই থেকে ব্যাংকে লেনদেনের সময় কমিয়ে আনার পর পুঁজিবাজারেও লেনদেনের সময় কমায় বিএসইসি। এবার ব্যাংকে ছুটি দুই দিন বাড়িয়ে লেনদেন এক ঘণ্টা বাড়ানোয় পুঁজিবাজারেও লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হলো। ♦