পুঁজিবাজারে আসছে চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। ব্যাংকটি প্রাথমিক গণপ্রস্তাব-আইপিওর মাধ্যমে জন সাধারণের মাঝে শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি বুধবার এ অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর ব্যাংক খাতের কোনো কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সুগম হলো। ব্যাংক খাতের কোম্পানি হিসেবে এর আগে ২০০৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পুঁজিবাজারে আসে।
এনআরবিসি পুঁজিবাজারে ১২ কোটি শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হবে ১০ টাকা। ♦