পারভীন আকতার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডিএমডি হলেন

0

পারভীন আকতার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন।

এ ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি অগ্রণী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে কর্মজীবন শুরু করেন এবং উক্ত ব্যাংকে উপমহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার ও তথ্য বিভাগ, সদর দপ্তর, ঢাকায় কর্মরত ছিলেন।

২০১৮ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ২০২২ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকে যোগ দেন।

পারভীন আকতার ১৯৬৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পারভীন আকতার দেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেয়া ছাড়াও মালয়েশিয়ায় তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণে অংশ নেন। 

Share.