গত ৮ ডিসেম্বর ভারতের নীলগিরি পর্বতমালায় আছড়ে পড়ে দেশটির প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতসহ ১৩ জনকে বহনকারী একটি হেলিকপ্টার। এতে যাত্রীদের সবাই মারা যান। তাই হেলিকপ্টারগুলির মান নিয়ে প্রশ্ন উঠেছে। এরই ধারাবাহিকতায় দেশটির সরকার সংসদে জানিয়েছে, গত পাঁচ বছরে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে ১৫টি সামরিক হেলিকপ্টার। খবর এএনআই।
গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট লোকসভায় জানান, বিগত পাঁচ বছরে দুর্ঘটনায় পড়েছে ১৫টি সামরিক হেলিকপ্টার। এর মধ্যে রয়েছে চারটি এমআই-১৭ চপার।
তিনি বলেন, ৮ ডিসেম্বরের ঘটনাটিসহ গত পাঁচ বছরে ভারতীয় বিমানবাহিনীর চারটি এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সবমিলিয়ে বিপিন রাওয়াতসহ মৃত্যু হয়েছে মোট ২১ জনের।
এদিন সংসদে ভাট জানান, পাঁচ বছরে মোট ১৫টি চপার দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এমআই-১৭ ছাড়া বিগত দিনে দুর্ঘটনার কবলে পড়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৬টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, ৪টি চিতা ও একটি চেতক হেলিকপ্টার।
প্রসঙ্গত, এ এমআই-১৭ হেলিকপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে। যার মধ্যে অন্যতম ২০১০ সালে অরুণাচল প্রদেশের দুর্ঘটনা। তখও এমআই-১৭ কপ্টার ভেঙে পড়ে প্রাণ হারান ১২ জন।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বদগাওঁয়ে ভেঙে পড়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ৬ জনের পাশাপাশি স্থলে থাকা এক নাগরিকও মারা যান।
উল্লেখ্য, বিপিন রাওয়াতের মৃত্যুর পর তদন্ত কমিটি করার কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে তিনবাহিনীর একটি যৌথ তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, রেকর্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ফলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা সহজ হবে। ♦