মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে যাওয়ার পর আলোচিত চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
৭ আগস্ট বিকালে এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর।
তিনি বলেছিলেন, ‘কোনো শিল্পীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় শিল্পী সমিতি নেবে না। আমরা আপাতত তার সদস্যপদ স্থগিত করেছি।’
১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বনানীর বাসায় ফিরেছেন পরীমনি। জামিনে মুক্ত হওয়ার পর পরীমনির সাময়িক স্থগিত থাকা শিল্পী সমিতির সদস্যপদের কী হবে, জানতে চাওয়া হয়েছিল সভাপতি মিশা সওদাগরের কাছে।
তিনি বলেন, ‘আমরা কার্যনির্বাহী কমিটি যেভাবে সভা করে পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছিলাম, একইভাবে কার্যনির্বাহী কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি চিঠি দিয়েছিলাম। সে চিঠির উত্তর পাইনি। তবে ওসব চিঠি ব্যাপার না, তিনি ভালোভাবে ফিরে আসুক এটাই আমাদের চাওয়া। তাছাড়া আমরা সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলাম, তার শুটিং করতে কোনো বাধা নেই।’
মিশা সওদাগর পরীমনিকে ওয়েলকাম জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা তো গেল সমিতির কথা। ব্যক্তিগতভাবে আমি পরীমনিকে স্বাগত জানাই, তার সুস্থতা কামনা করি।’
কার্যনির্বাহী কমিটির সভা কবে হবে তা জানাতে পারেননি মিশা সওদাগর। তিনি বলেন, ‘জলদি এ সিদ্ধান্ত নেয়া হবে।’ ♦