পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত খুলে দিতে যাচ্ছে দিল্লী

0

রোনাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় গত ১ জুন এক সপ্তাহের জন্য দিল্লী সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় ভারতের রাজধানী অঞ্চলটির রাজ্য সরকার। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন তার সরকার আগামীকাল থেকে সীমান্ত পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কেজরিওয়াল ওই ঘোষণা দেওয়ার সময় বলেছিলেন, সীমানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যাতে শহরের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করোনা–সংক্রমিত ব্যক্তিদের নিয়ন্ত্রণ করা যায়। মূলত দিল্লির সঙ্গে হরিয়ানা ও ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের সীমানা সংযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে তার নেতৃত্বাধীন সরকার এক সপ্তাহের সেই স্থগিতাদেশ আর বাড়াচ্ছে না। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এছাড়া দিল্লিতে শপিংমল, রেস্তোরাঁসহ উপাসনালয়গুলো খুলে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকার জারিকৃত স্বাস্থ্য ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে সবাইকে।

Share.