পঞ্চম দেশ হিসেবে চাঁদে নভোযান পাঠাল জাপান

0

বিশ্বে পঞ্চম দেশ হিসেবে চাঁদে নভোযান পাঠিয়েছে জাপান। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ তানেগাশিমার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে নভোযানটি।

জাপানের আগে চাঁদে নভোযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত। গত জুলাইয়ে নিজেদের তৈরি নভোযান চন্দ্রযান ৩ পাঠিয়ে এই দলে সবশেষ প্রবেশ করে ভারত।

জাক্সা নিজেদের প্রথম এ চন্দ্র অভিযানের নাম রেখেছে ‘মুন স্নাইপার মিশন’।

অনলাইনে নভোযানটির উৎক্ষেপণ দৃশ্য দেখেছেন ৩৫ হাজারের বেশি মানুষ। 

Share.