ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড’ অর্জন

0

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার হিসেবে ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি নর্থ ইংল্যান্ডের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিনের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয় আয়োজক সংস্থা ফেনিক মিডিয়া কর্তৃপক্ষ।

ফেনিক মিডিয়া ইংল্যান্ডের একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকাসহ বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের প্রসার, সেবার মান ও জনকল্যাণ নিয়ে কাজ করে।

তারা প্রতিবছর বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহ
দেওয়ার লক্ষ্যে অ্যাওয়ার্ড দিয়ে আসছে। 

Share.