ন্যাশনাল ব্যাংক শীর্ষ চার করদাতার তালিকায়

0

০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চারটি ব্যাংকের মধ্যে তিনটি আন্তর্জাতিক বেসরকারি ব্যাংক। একমাত্র সম্পূর্ণ দেশীয় মালিকানার ন্যাশনাল ব্যাংক লিমিটেড সেরা করদাতার সম্মাননা পেয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড নেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালনক শাহ্ সৈয়দ আব্দুল বারী ও ব্যাংকের সিএফও কৃষ্ণ কমল ঘোষ।

এ সময় কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) অপূর্ব কান্তি দাস উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড
উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রয়েছে দেশজুড়ে ২১৩ ব্রাঞ্চ ও ৪৮২৯ জন প্রতিশ্রুতিশীল এবং কর্মতৎপর ব্যাংক কর্মকর্তা।

লেনদেনের হিসাব অনুযায়ী, সর্বমোট ২১,০০০,০০ গ্রাহককে সঙ্গে নিয়ে প্রতিদিন ২৩,৫৩৩টির বেশি অ্যাকাউন্টে গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি প্রতি মাসে ৪,৯৪,২১০টির বেশি অ্যাকাউন্টে গ্রাহক সেবা দেয় ন্যাশনাল ব্যাংক।

২১ লাখ গ্রাহকের এই পরিবার নিয়ে সন্তুষ্ট ব্যাংকটি।

Share.