পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ন্যাশনাল ফিড, বিএটিবিসি ও শিপিং করপোরেশনের পর্ষদ সভা যথাক্রমে ৭, ৮ ও ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ফিড মিলস লিমিটেড
ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার সময় ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে ন্যাশনাল ফিড।
২০২০ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৭ পয়সা।
বাংলাদেশ শিপিং করপোরেশন
বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার সময় ঘোষণা করা হয়েছে। সভা ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০২০ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৮ পয়সা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদের সভার সময় ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ♦