বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসজনিত সংক্রমনে প্রথম মৃত্যু হয়েছে নেপালে। দেশটির একটি জেলা থেকে রাজধানী কাঠমান্ডু আনার পথে ২৯ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর সিএনএন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৪ মার্চ থেকে লকডাউনে রয়েছে নেপাল। দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সীমান্ত বন্ধ করে দিয়েছে তারা। এসব পদক্ষেপ নিয়ে ভাইরাস ঠেকাতে দেশটি প্রায় সফল হয়েছে।
আজ বিকেলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, নেপালে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মাত্র ২৯১ জন আর গতকাল প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
দেশটির সিন্ধুপালচক জেলার বারহাবিস শহরের ওই করোনাভাইরাস আক্রান্ত নারীকে রাজধানীর ধুলিখেল হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ♦