নেপালের আলোকচিত্রের প্রদর্শনী হলো রাজধানীতে

0

হিমালয়কন্যা নেপালের রূপ-মাধুর্যের আলোকচিত্র নিয়ে রাজধানীতে দিনব্যাপী হয়ে গেল প্রদর্শনী ‘অ্যামেজিং নেপাল’। নেপালের দর্শনীয় স্থানের ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

পল্টনে সংগঠনটির মিলনায়তনে গতকাল সোমবার সকালে প্রদর্শনী উদ্বোধন করেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক এ বি এম রফিকুর রহমান।

নেপালের আলোকচিত্রী রাধিকা কান্দেল, প্রেম থাপা, হরি গোপাল প্রধান, সুরেশ রাজ স্বকীয়, রমিতা চুজু, চন্দ্রকলা শেত্রি, প্রদীপ রাজ ওন্তা প্রমুখের তোলা এসব আলোকচিত্রে ধরা পড়েছে দেশটির দর্শনীয় সব স্থান ও সাংস্কৃতিক বিষয়বস্তু।

২০১৯ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের পোখারা ভ্রমণের একটি ছবিও এই প্রদর্শনীতে রাখা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম সিকদার বলেন, নেপালের খ্যাতিমান আলোকচিত্রীদের এসব ছবি আমাদের আলোকচিত্রীদের অনুপ্রাণিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপাল ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টের চেয়ারম্যান প্রদীপ রাজ ওন্তা, কোষাধ্যক্ষ সাগর শ্রেষ্ঠ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসীন, সিনিয়র সদস্য কাজী রওনাক হোসেন প্রমুখ। 

Share.