নিউ ইয়র্কে আগামীকাল শুরু ‘বাংলাদেশ কনভেনশন’

0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’।

আগামীকাল নিউ ইয়র্কে এর উদ্বোধন হবে বলে স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার সদস্য-সচিব আলমগীর খান।

তিনি জানান, ‘‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়’ স্লোগানে অনুষ্ঠেয় এ কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার নিউ ইয়র্কের চারপাশে প্রবাহিত ইস্ট রিভারে স্কাইলাইন প্রিন্সেসে নৌ-বিহার। শনি ও রোববার রয়েছে সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য-জলসা, মেগা কনসার্ট হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে।”

সম্মেলনের নানা প্রস্তুতি নিয়ে আরও কথা বলেন এর আহ্বায়ক চৌধুরী এস হাসান এমডি, চেয়ারম্যান মোহাম্মদ আজাদ, কাব্য-জলসা কমিটির চেয়ারম্যান ইশতিয়াক রুপু ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান শিবলী সাদিক।

Share.