নতুন করে সাজানো হচ্ছে ফেসবুক, যোগ হয়েছে ডার্ক মোড

0

ভাস আরও আগে পাওয়া গিয়েছিল যে, নতুন করে সাজানো হবে ফেসবুক। এবার এটি চাক্ষুস হলো। শুক্রবার থেকে ফেসবুকের অবয়ব বদলে যেতে শুরু করেছে। সঙ্গে যোগ হয়েছে ডার্ক মোড।

২০১৯ সালের এফ এইট ডেভলপার কনফারেন্সে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, শিগগির তারা বদলাতে চলেছে ফেসবুকের অবয়ব।

বর্তমানে ফেসবুক বিশ্বব্যাপী নতুন ডেস্কটপ ভার্সন এনেছে। এ নতুন ফেসবুক না পেয়ে থাকলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন অথবা জেনে নিন কীভাবে এ স্পেসিফিকেশনের সুবিধা পাবেন। মোবাইলে ডাক মোর্ড যে সুবিধা দেয় সেই একই সুবিধা পাবেন ডেস্কটপের ক্ষেত্রে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজাইন ব্যবহারের ফলে ভিডিও দেখা, গেম খেলা অথবা গ্রুপে সবার সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আরও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে ফেসবুক।

ক্রিয়েটিভ অ্যান্ড স্পেস গ্রুপ ও অ্যাডের জন্যও আরও সহজ করেছে নতুন এ ডিজাইন।

Share.