নগদ লভ্যাংশ দেবে আইএফআইএল

0

পুঁজিবাজারে আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামিক ফাইন্যান্স।

আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে এক টাকা ৩৯ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৪৬ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে তিন টাকা ৮৪ পয়সা (লোকসান)।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ২১ জুলাই ২০২০ বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ জুলাই।

একইসঙ্গে ৩১ মার্চ ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি – মার্চ ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবদেন প্রকাশ করেছে কোম্পানিটি। আর প্রথম প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা। এছাড়া ২০২০ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৮৪ পয়সা, যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১৪ টাকা ৩৮ পয়সা। এ প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে তিন টাকা ১০ পয়সা, আগের বছর ছিল তিন টাকা ৩০ পয়সা।

এর আগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮২ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সায়। ওই সময় মুনাফা করেছে ২৪ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৫৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

Share.