চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সদ্য পুঁজিবাজারে আসা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এ প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ছয় কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে পাঁচ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। আগের হিসাববছরের একই সময়ে ছিল সাত কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৫৪ পয়সা; আগের হিসাববছরের একই সময়ে যা ছিল দুই টাকা এক পয়সা। আর আইপিও-পরবর্তী হিসাবে ইপিএস হবে এক টাকা ২৭ পয়সা।
৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ হিসাববছরের প্রথমার্ধে জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। যেখানে আগের হিসাববছরের একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য সময়ে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৩৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ইপিএস ছিল তিন টাকা ৬২ পয়সা। আইপিও-পরবর্তী ইপিএস হবে দুই টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ’২০ আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ১৭ পয়সা; আইপিও-পরবর্তী হিসাবে যা হবে ৫৬ টাকা ১২ পয়সা।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুুঁজিবাজারে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইলেকট্রনিক বিডিংয়ে কোম্পানিটির আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট অফ প্রাইস) ৬২ টাকা নির্ধারণ করেন যোগ্য বিনিয়োগকারীরা। মোট ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯ সাধারণ শেয়ারের মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিজ নিজ বিডিং মূল্যে ইস্যু করা হয়। বাকি ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪ শেয়ার প্রান্তসীমা মূল্য থেকে ২০ শতাংশ বাটায়; অর্থাত্ ৫০ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসীসহ) কাছে ইস্যু করা হয়। এ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইনডেক্স এগ্রো।
সংগৃহীত টাকায় ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে কোম্পানিটি। ♦