দেশীয় অর্গানিক ব্র্যান্ড রিবানা এখন অ্যামাজনে

0

০১৫ সালে যাত্রা করা অর্গানিক পণ্যের বেশ জনপ্রিয় দেশী ব্র্যান্ড রিবানা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় দেশীয় এ ব্র্যান্ডটির অর্গানিক পণ্য বিশ্বের সব দেশে পৌঁছে দেয়ার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানের লেকশোর হোটেলের ইকেবানা হলে একটি সংবাদ সম্মেলনে ওয়েবসাইট www.ribana.com.bd উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের তৈরি ব্র্যান্ড রিবানার পণ্য অ্যামাজন ও ডিএইচএল কুরিয়ার সাভির্সের মাধ্যমে কিনতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ।

ওয়েবসাইট উদ্বোধন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিবানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

রিবানার প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান বলেন, ব্র্যান্ডের তারকা পণ্য “স্যাফরন গোট মিলক সোপ” দেশে যেমন চাহিদা অনেক, দেশের বাইরে ও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এ কারণে অ্যামাজনের সঙ্গে আমাদের ব্যবসা সংযোগ করতে পেরে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে এটিকে নিতে সক্ষম হয়েছি। এছাড়া শিগগির আলিবাবা, ইবে, আলিএক্সপ্রেস ইত্যাদি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ব্র্যান্ডের সব পণ্য পাওয়া যাবে।

রিবানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূর্ণিমা বলেন, “সবাই বিদেশী পণ্যের সাথে কাজ করে থাকে কিন্তু আমি এই দেশীয় পণ্যের সাথে কাজ করছি। এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগেই আমি রিবানার পণ্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং ব্যবহারও করেছি। রিবানার প্রতিটি পণ্য শতভাগ গুণগত মানসম্মত, যেটি আমি থেকে শুরু করে আমার প্রতিটি আত্মীয় স্বজনই রিবানার সকল প্রোডাক্ট ব্যবহার করে থাকে। দেশি পণ্য হিসেবে তারা বেশ ভালো করছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। রিবানা`র পণ্য এখন থেকে ইউএস-এর অ্যামাজনে পাওয়া যাবে। পাশাপাশি পুরো বিশ্বের যেকোন জায়গা থেকে রিবানা`র ওয়েব সাইট-এর মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবে।”

তরুণদের ক্ষমতায়ন ও বিনিয়োগ করার পাশাপাশি নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তা বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারে সেই লক্ষ্যে ২০১৯ সালে ব্র্যান্ড “রিবানা” ইউএনডিপি ফর দ্য ইয়ুথ কো:ল্যাব প্রোগ্রাম এ স্বীকৃতি পায়।

বর্তমানে রিবানা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। রিবানার নিজস্ব কোনো আউটলেট কিংবা দোকান না থাকায় প্রতিষ্ঠানটি দেশের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেমন- ওয়েলবিং ফার্মেসী, এসএ করপোরেশন, স্মার্ট শপিং বিডি, কার্নেসিয়া, হাইলাইট ইউ সিটিজি, এফজেট কসমেটিকস (ফেনী)-সহ ৩৫টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

Share.