দুই লাখ টাকা লভ্যাংশ আয় করমুক্ত চায় ডিএসই

0

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দুই লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রাখার দাবি জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

২০২০-২১ অর্থবছরের বাজেট উপলক্ষে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছে ডিএসই।

বর্তমানে লভ্যাংশ আয় ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা রয়েছে। ডিএসসি এ সুবিধাকে বাড়িয়ে দুই লাখ টাকা করতে বলেছে। এ সুবিধা দিলে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রতি আকৃষ্ট হবে। এতে পুঁজিবাজারের উন্নয়ন হবে, এমনটাই দাবি ডিএসই কর্তৃপক্ষের।

প্রস্তাবটি গ্রহণ করা হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে ও পুঁজিবাজারের তারল্য সংকট কমবে।

করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটের জন্য আরও দশটি প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

Share.