মহামারীর কারণে পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে প্রতিদিন ২০ হাজার সমর্থকের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি থাকবে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন (এফএফটি) আরও জানিয়েছে, ফাইনাল দেখার জন্য আরও ১০ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ফ্রান্সে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তবে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ক্লে কোর্টের এ গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১১ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। ১৬ জুলাই থেকে সাধারণ টিকেট বিক্রি শুরু হবে।
এক বিবৃতিতে এফএফটি জানিয়েছে, সাধারন ধারনক্ষমতার ৫০ থেকে ৬০ শতাংশ দর্শক প্রতিটি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবে। এর ফলে সরকারী স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা সহজ হবে।
যদিও ঐ সময়ের করোনা পরিস্থিতির ওপর সব কিছু নির্ভর করছে। নতুন করে যদি আবারো মহামারী ছড়িয়ে পরে তবে এ সংখ্যা কমানো হতে পারে। এতে করে টিকেটের অর্থ ফেরত দেবে টুর্নামেন্ট আয়োজকরা। ♦