দলছুট হওয়ায় আইসোলেশনে ক্যারিবীয় কোচ

0

ইংল্যান্ড সফরে জীবাণু সুরক্ষিত পরিবেশে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতেই এমন আধুনিক ব্যবস্থা। অথচ সেই সুরক্ষা দেয়াল ভেঙে একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন তিনি। বের হওয়ার নিয়ম না থাকায় এখন নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রাখতে বাধ্য হয়েছেন ক্যারবীয় কোচ।

সিমন্স আইসোলেশনে থাকায় দলের প্রস্তুতিতেও থাকতে পারছেন না। কারণটাও যৌক্তিক- এভাবে দলছুট হওয়া সংক্রমণ ঝুঁকিতে ফেলে দিতে পারে সবাইকে। এ কারণে শিষ্যদের ফেলে এখন তিনি আইসোলেশনে রয়েছেন হোটেল রুমে।

এমন পরিস্থিতিতে ক্যারিবীয় দলের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে, এমন ধারণা বিরাজ করলেও ক্যারবীয় পেসার আলজারি জোসেফ বললেন ভিন্ন কথা, এটা আমাদের প্রস্তুতিতে কোন প্রভাব ফেলছে না। আমরা আমাদের কাজটা ঠিক মতোই করছি। প্রস্তুতিটা সেভাবেই নিচ্ছি। একই সঙ্গে আমাদের কোচিং স্টাফদের বহরটাও বড়। তাই সমস্যার কিছু দেখছি না।

প্রস্তুতির বাইরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে মুখিয়ে আছেন জোসেফ। একই সঙ্গে কেমার রোচ, শ্যানন গাব্রিয়েল ও জেসন হোল্ডারদের সঙ্গে একাদশে জায়গা পেতে তিনি আশাবাদী, অবশ্যই সেই তিনজনের অভিজ্ঞতা অনেক, আমার চেয়ে বেশি। আমার কাজ হবে ওই তিন পেসারকে ব্যাকআপ দেওয়া ও প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রাখা। তাই এ সফরকে আমি নিজের জন্য সুযোগ মনে করি। যাতে দলের র‌্যাঙ্কিং এগিয়ে নিতে সাহায্য করতে পারি। তাই সুযোগ পেলে সেটা লুফে নিতে চাই।

Share.