করোনাকালে হতাশ না হয়ে যারা নিজেদের মেধা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদের গল্পে নির্মাণ করা হয়েছে ‘নাবিলার দিনরাত্রি সিজন-২’।
গ্রামীণফোন নিবেদিত এ আয়োজনে সারা দেশ থেকে পাঠানো নির্বাচিত কয়েকজনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন মাসুমা রহমান নাবিলা।
এর আগের সিজনে তারকারা নানা প্রশ্নের উত্তর নিয়ে নাবিলার মুখোমুখি হলেও এবার আসছেন দর্শকদের নিয়ে।
নাবিলা বলেন, ঘরে বসে আমরা ইন্টারনেটনির্ভর হয়ে হয়ে গেছি। ইন্টারনেটের মাধ্যমে অনেকে সৃজনশীল কাজ করতে পারছে। সাতজন দর্শকের কাজগুলো জানার চেষ্টা করা হয়েছে এবারের পর্বে। লকডাউনের মধ্যে তারা কীভাবে সময় কাটিয়েছেন, তা তুলে আনার চেষ্টা করেছি। ♦